Header Ads

Header ADS

রাজশাহীতে পার্ট টাইম জব। Part time job in rajshahi

পার্ট টাইম জব হলো এমন একটি জব, যা পড়াশোনার পাশাপাশি অথবা অন্য কোন কাজের পাশাপাশি করা যায়। ছাত্র জীবনের পড়াশোনার পাশাপাশি প্রত্যেকেই কম-বেশি পার্ট টাইম জব করতে চায়। কিন্তু অন্যান্য শহরের তুলনায়, তুলনামূলকভাবে রাজশাহীতে পার্ট টাইম জবের সংখ্যা খুবই কম। তবে আপনি চাইলেও রাজশাহীতে বেশ কিছু পার্ট টাইম জব করতে পারবেন।


1. শোরুম সেলস ম্যান:

রাজশাহীতে পার্ট টাইম জব এ ১ম এর দিকে পরে শোরুম সেলস ম্যান। আকর্ষণীয় বেতনে কম পরিশ্রমে পার্ট টাইম জব হিসেবে অনেকেরই পছন্দের তালিকাই রয়েছে শোরুম সেলস ম্যান।রাজশাহীতে প্রায় অনেক শোরুম কিছুদিন পরপর সেলসম্যান নিয়োগ দিয়ে থাকে। আপনি চাইলে ফেসবুকে রাজশাহীতে পার্ট টাইম জবের যেসব ফেসবুক গ্রুপ রয়েছে সেসব গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারেন। কারন কোনো ছারকুলারে আসলে সর্বপ্রথম সেখানে জানিয়ে দেওয়া হয়।

2. রিসিপশন জব:

রাজশাহীতে পার্ট টাইম জব হিসেবে রিসিপশনের জব অনেকেরই পছন্দের। অনেক ছাত্র-ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি রিসেপশনে পার্ট টাইম কাজ করে থাকে। এটি হতে পারে কোন একটি শোরুম, কোন একটি অফিস, দোকান, প্রাইভেট হাসপাতাল ইত্যাদি। আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখতে পারেন। তারা যখন রিসিপশনের জন্য লোক নিবে তখন আপনি জয়েন দিতে পারেন। রাজশাহীতে এই কাজটি মূলত দুটি শিফটে হয়ে থাকে একটি সকালে শিফট অপরটি সন্ধ্যাকালীন শিফট। আপনার ক্লাসের সময়সূচি অনুযায়ী আপনি যে কোন একটি পছন্দ করতে পারেন।

3. প্রাইভেট হাসপাতালে জব:

রাজশাহীতে পার্ট টাইম জব হিসেবে আপনি যেকোনো ধরনের প্রাইভেট হাসপাতালে জয়েন দিতে পারেন। বিভিন্ন সময়ে এই প্রাইভেট হাসপাতালগুলো লোাক নিয়োগ দিয়ে থাকে। যেমন কম্পিউটার অপারেটর, রিজিপশন, ডাক্তারের কম্পাউন্ডার ইত্যাদি। আপনি চাইলে সেই প্রাইভেট হাসপাতালের সাথে যোগাযোগ করতে পারেন অথবা তাদের ইমেইলে আপনার সিভি পাঠাতে পারেন। যখন তাদের লোক নেওয়ার প্রয়োজন পড়বে তখন তারা আপনাকে ডেকে ভাইবা নিবে। ভাইবা তে উত্তীর্ণ হতে পারলে আপনার জবটি হয়ে গেলো।

4. ফার্মেসি জব:

ঔষধ সম্পর্কে আপনার ন্যূনতম কোন ধারণা থাকলে আপনি রাজশাহীতে পার্ট টাইম জব হিসেবে পেতে পারেন ফার্মেসিতে একটি জব। রাজশাহীতে অনেকগুলো ফার্মেসি আছে যারা তাদের দোকানে সেলসম্যান হিসেবে লোক নিয়োগ দিয়ে থাকে। আপনি চাইলে কোন  ফার্মেসিতে ও জয়েন দিতে পারেন। সে ক্ষেত্রে আপনার যদি ”সি” ক্যাটাগরির কোর্স করা থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন। নয়তো আপনার ঔষধ সম্পর্কে কিছু মৌলিক ধারণা থাকতে হবে।

5. কোচিং সেন্টার:

রাজশাহীতে অনেকগুলো প্রাইভেট কোচিং সেন্টার রয়েছে। যেখানে অনেক শিক্ষার্থী কাজ করে মার্কেটিং হইতে শুরু করে অফিশিয়ালি বিভিন্ন কাজ। এসব কোচিং সেন্টার গুলো কিছুদিন পরপর মার্কেটিংয়ের জন্য ছেলে এবং মেয়ে নিয়োগ দিয়ে থাকে।


অথবা তাদের অফিস সহকারী কম্পিউটার অপারেটর পদে লোক নিয়ে থাকে। আপনি চাইলে সেখানেও জয়েন দিতে পারেন।

6. কম্পিউটার অপারেটর:

রাজশাহীতে বিভিন্ন ধরনের আইটি সেন্টার রয়েছে। এসব আইটি সেন্টার গুলো পার্টটাইম জব হিসেবে কম্পিউটার অপারেটর নিয়োগ দিয়ে থাকে। আপনার যদি কম্পিউটার বিষয়ে একটু ধারণা থাকে তাহলে আপনি বিভিন্ন ধরনের আইটি সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে সহজেই জয়েন দিতে পারেন। আর এই কাজের একটি বিশেষ সুবিধা হল অনেক সময় বাসায় বসেও কাজ করা যায়। যেমন আমি নিজেই একটি আইটি সেন্টারে কম্পিউটার অপারেটর পদে কাজ করতিছি।

7. দারাজ অপারেটর:

প্রতিবছর দারাজ বাংলাদেশ অপারেটর হিসেবে লোক নিয়ে থাকে। পার্ট টাইম জব হিসেবে রাজশাহীর যেকোনো একটি হাবে আপনি জয়েন দিতে পারেন। এটিও আপনার জন্য হতে পারে পার্ট টাইম জবের দারুন একটি সুযোগ। প্রতিবছর প্রায় জুন-জুলাই মাসের দিকে দারাজ বাংলাদেশ অপারেটর হিসেবে লোক নিয়ে থাকে।

8. রেস্টুরেন্ট ওয়েটার:

রাজশাহীতে বিভিন্ন রেস্টুরেন্টে প্রতিনিয়ত ওয়েটার নিয়ে থাকে। আপনিও এটিকে পার্ট টাইম জব হিসেবে বেছে নিতে পারেন। মনে রাখবেন, কোন কাজ কে ছোট করে দেখা যাবে না। আপনি সৎ  উপায়ে টাকা ইনকাম করতেছেন এতে আপনার আত্মসম্মান বাড়বে, কমবে না।

9. দারাজ ডেলিভারির রাইডার:

দারাজ বাংলাদেশে প্রতিবছর আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে ডেলিভারির রাইডার নিয়োগ দিয়ে থাকে।রাজশাহীতে পার্ট টাইম জব হিসেবে এটি হতে পারে আপনার জন্য ভালো একটি উপার্জনের মাধ্যম।দারাজ ডেলিভারির রাইডার প্রতি মাসের প্রায় ১৫ হাজার টাকার মতো ইনকাম করে থাকে। আপনি দারাজ বাংলাদেশ রাইডার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন সেখানে আপনি নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপডেট পাবেন। 

10. কুরিয়ার হাব ম্যানেজার:

রাজশাহীতে বিভিন্ন ধরনের কুরিয়ার কোম্পানিগুলো তাদের হাব ম্যানেজার নিয়োগ দিয়ে থাকে। আপনি মাত্র এইচ এস সি পাশের যোগ্যতা নিয়ে হাব ম্যানেজার হিসেবে আবেদন করতে পারেন সেখানে আপনার ছোট্ট একটি ইন্টারভিউ নেওয়া হবে এবং আপনি এই ইন্টারভিউ উত্তীর্ণ হতে পারলে চাকরিটি আপনার জন্য কনফার্ম।


পড়াশোনা পাশাপাশিও এসব চাকরি করা যায় কিন্তু এটা একটু বিড়ম্বনার শিকার হতে হয়।

11. ফুডপান্ডা:

রাজশাহীতে পার্ট টাইম জব হিসাবে আপনি ফুটপান্ডায় যেকোনো সময় জয়েন দিতে পারেন। প্রতি সপ্তাহে বুধবার রাজশাহীতে ফুড পান্ডায় রাইডার নেওয়া হয়। আপনি যদি পার্ট টাইম জব হিসেবে ফুড পান্ডায় জয়েন দিতে চান তাহলে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন এবং একটি সাইকেল নিয়ে জয়েন দিতে পারেন। যদিও এই কাজটি একটি বিরক্তর তবুও রাজশাহীতে পার্টটাইম কাজ হিসেবে এটি একটি ভালো সুবিধা প্রদান করে। কারণ অন্যান্য শহরের মতো রাজশাহীতে পার্ট টাইম কাজ অনেক কম।

12. সিম কার্ড রেজিস্ট্রেশন:

সিম কোম্পানি গুলো রাজশাহীতে প্রায় সারা বছরই লোক নিয়ে থাকে তাদের সিম কার্ড বিক্রি করার জন্য। সে ক্ষেত্রে কোম্পানি থেকে একটি ট্যাব প্রোভাইড করা হয়। ওই ট্যাবটি দিয়ে আপনাকে সিম কার্ড রেজিস্ট্রেশন করে বিক্রি করতে হবে এবং প্রতিটি সিম কার্ড রেজিস্ট্রেশন প্রতি আপনাকে নির্দিষ্ট একটি কমিশন দেওয়া হবে। অনেকে রাজশাহীতে পার্ট টাইম জব হিসেবে এটি বেছে নিয়েছে।

পরিশেষে,

রাজশাহীতে কর্মসংস্থান একদমই কম। তাই ঢাকা এবং চট্টগ্রামের মত রাজশাহীতে পার্ট টাইম জব খুব একটা বেশি পাওয়া যায় না। আমার অভিজ্ঞতার আলোকে রাজশাহীতে যেসব পার্ট টাইম জব গুলো সচরাচর পাওয়া যায় আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা ব্যক্তিগতভাবে তথ্য যাচাই-বাছাই করে এবং তাদের হট লাইনে যোগাযোগ করে জবে জয়েন দিতে পারেন। ধন্যবাদ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.