পর্যটন মোটেল রাজশাহী। Porjoton motel rajshahi
বাংলাদেশ পর্যটন করপোরেশনের একটি বাণিজ্যিক সংস্থা সংস্থা হলো পর্যটন মোটেল। ১৯৭২ সালে বাংলাদেশ পর্যটন করপোরেশন গঠন করা হয়। বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, কুয়াকাটা, রাজশাহী, দিনাজপুর, মেহেরপুর, রংপুর, বগুড়া, খুলনা, গোপালগঞ্জ ইত্যাদি পর্যটন এলাকায় আকর্ষণীয় স্থানসমূহে হোটেল, মোটেল, রেস্তোরাঁ, বার, সুইমিং পুল, পিকনিক স্পট, গল্ফ-কোর্স ও পর্যটন সংশ্লিষ্ট সুবিধা প্রদান করে দেশ-বিদেশে পর্যটকদের সেবা দিয়ে থাকেন।
রাজশাহী পর্যটন মোটেলঃ
রাজশাহী পর্যটন মোটেল রাজশাহীর শ্রীরামপুরের আব্দুল মজিদ রোডে অবস্থিত। এটি বাংলাদেশ সরকার দ্বারা পরিচালিত। এই পর্যটন মোটেলের বাইরে যেমন সুন্দর তেমনি এর ভিতরটা অনেক সুন্দর বিভিন্ন রকম সৌন্দর্যবর্ধন আসবাবপত্র দিয়ে সজ্জিত, সুন্দর এবং গোছালো।
রাজশাহী পর্যটন মোটেল টির সেবাসমূহঃ
রাজশাহী পর্যটন মোটেল টি পর্যটকদের প্রায় সব রকম সার্ভিস দিয়ে থাকে। সকালের নাস্তা, বাংলা, ইংলিশ, থাই এবং চাইনিজ সব ধরনের খাবারের সুব্যবস্থা রয়েছে। হোটেলে পানি ব্যবহারের জন্য ঠান্ডা এবং গরম দু'ধরনের পানি সরবরাহ করে থাকে। এছাড়া রুমগুলো শীততাপ নিয়ন্ত্রিত।
আরো পড়ুন: শহীদ জিয়া শিশু পার্ক রাজশাহী
সমস্ত হোটেলটি সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। ব্যাপক নিরাপত্তাবেষ্টিত এই হোটেলটিতে ফ্রি ওয়াইফাই, গাড়ী পার্কিং ব্যবস্থা, বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট সহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।
রাজশাহী পর্যটন মোটেল টির রুম সমূহঃ
এখানে থাকার জন্য আপনি বিভিন্ন ধরনের রুম পাবেন। এসি নন এসি, ভিআইপি, ইকোনোমি।
- ভিআইপি রুম -৫৫০০ টাকা
- এসি ৩ বেড - ৪০০০ টাকা
- এসি টুইন বেড -৩২০০ ঢাকা
- এসি কাপল বেড - ৩২০০ ঢাকা
- এসি সিঙ্গেল বেড - ৩২০০ ঢাকা
এসি ইকোনোমি প্রতি বেড ৪০০ টাকা। এছাড়া এখানে বসে আলোচনা সভা ও মিটিং-এর জন্য বিশেষ রুমের ব্যাবস্থা রয়েছে। সে ক্ষেত্রে মিটিং রুমের জন্য প্রতি দু'ঘণ্টায় আপনাকে 3000 টাকা পেমেন্ট করতে হবে।
- এসি সম্মেলন কক্ষ- (আসন-১০০) প্রথম দু'ঘন্টা - ৳ ৩,০০০
- মিনি এসি সম্মেলন কক্ষ - (আসন-২৫) প্রতি ঘন্টা - ৳ ১,০০০
একজন মানুষ ভ্রমণ করার মাধ্যমে সামাজিক এবং পরিবেশবান্ধব হয়ে ওঠে এবং এই সুন্দর প্রকৃতি কে দেখতে পায়। আর যে কোন জায়গায় ভ্রমণে গেলে থাকার জন্য দরকার একটি জায়গা। সেটা যদি হয় বাংলাদেশ পর্যটন মোটেলের কোনো একটি অংশ তাহলে তো আর কথাই নেই। আবাসিক হোটেল থেকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পর্যটন মোটেলের থাকা-খাওয়া বিশেষ সুবিধা সহ অনেক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এই সংস্থাটি হাজার ১৯৭২ সাল থেকে নিরলস পরিশ্রম করে আমাদের সেবা দিয়ে যাচ্ছে।

কোন মন্তব্য নেই