Header Ads

Header ADS

পরীক্ষায় দ্রুত লেখার উপায়। Fast writing tips in the exam bangla

হাতের লেখা দ্রুত করা যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা পরীক্ষার রুমে টের পাই। পরীক্ষার রুমে আপনার সবগুলো প্রশ্ন ১০০% কমন থাকা সত্বে ও আপনার হাতের লেখা যদি দ্রুত না হয় তাহলে আপনি উত্তর জানা থাকলে ও সব লিখতে পারবেন না। সুতরাং আপনার প্রশ্নের উত্তর জেনেও লাভ হল না যদি আপনি সময়মতো লিখা শেষ করতে না পারেন। 


তাই হাতের লেখা দ্রুত ও সুন্দর করার কোনো বিকল্প নেই। তো চলুন দেখে নেয়া যাক কিভাবে হাতের লেখা দ্রুত ও সুন্দর করবেন।

১. মানসম্মত কলমঃ

হাতের লেখা দ্রুত করতে মানসম্মত ভালো একটি কলম ব্যাপক ভূমিকা রাখে। এখানে মানসম্মত বলতে খুব দামি কলম কে বোঝাচ্ছি না। আপনার ক্ষেত্রে কোন কলমটি ব্যবহারে সুবিধা হয়, আপনার হাতের সাইজ অনুযায়ী আপনাকে যে কলম দিয়ে লিখতে সুবিধা মনে হবে আপনি সেই কোনটি বেছে নিতে পারেন। সে ক্ষেত্রে কলমটি দামি মানের নাকি নরমাল সেদিকে খেয়াল রাখার কোনো প্রয়োজন নেই।

২. কলম হাতে ধরার টেকনিকঃ

দ্রুত লেখার জন্য একটি কলমের বল পিনের একদম কাছে অথবা খুব বেশি দূরে ধরে লিখবেন না। কলম এর বল থেকে ঠিক এক ইঞ্চি উপরে ধরে লিখবেন। সে ক্ষেত্রে আপনার হাতের লেখার স্পিড আগের থেকে অনেক বেড়ে যাবে।

 ৩. লেখা শুরুর আগে পুরো প্রশ্নের উত্তরটি মনে মনে একবার ভেবে নিনঃ

আপনি যে বিষয়টি নিয়ে লিখবেন লেখা শুরুর আগে বিষয়টি অবশ্যই একবার ভেবে নিবেন। আপনি যদি লেখার সময় মাঝপথে থেমে পরবর্তীতে কি লিখবেন সেটি ভাবতে থাকেন তাহলে লেখার দ্রুততা অনেকটা কমে যাবে। তাই লেখা শুরুর আগে একবার ভেবে নিবেন আপনি কি লিখতে যাচ্ছেন।

৪. হাতের লেখার ফন্ট সাইজ স্বাভাবিক রাখাঃ

দ্রুত লেখার জন্য লেখার ফন্ট সাইজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার লেখার সাইজ যদি অতিরিক্ত বড় হয় সে ক্ষেত্রে আপনাকে একটি বড় পরিধিতে আপনার কলমটি ঘোরাতে হবে সে ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে এটি স্বাভাবিক।


 এজন্য লেখার ফন্ট সাইজ স্বাভাবিক রাখা উত্তম। এতে লেখার ও সৌন্দর্য বৃদ্ধি পায়।

৫. তাড়াহুড়া করে না লেখাঃ

সাধারণতঃ তাড়াহুড়া কোন কিছুই ভালো নয়। আপনি তাড়াহুড়া করে লিখতে গিয়ে বানান ভুল করলেন, আবার সেটি কাটাকাটি করে ঠিক করলেন। এখানে হিতে বিপরীত হয়ে যাবে এবং লেখার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে।  সুতরাং স্বাভাবিক গতিতে কন্টিনিউ লিখে যেতে হবে।

৬. বানানে দক্ষ হওয়াঃ

দ্রুত লেখার জন্য বানানের দক্ষ হওয়া টা খুবই গুরুত্বপূর্ণ কারণ লেখার সময় আপনার বানান মনে নেই মাঝপথে থেমে গেলেন। আবার সেখানে বসে ভাবতে হবে এর সঠিক বানান কোনটি এবং আপনি কনফিউশনে পড়ে গেলেন। সেখানে লেখার গতি আপনার কমে গেল। তাই হাতের লেখা দ্রুত করার জন্য বানান নির্ভুল হতে হবে এবং বানানে দক্ষ হতে হবে।

৭. ঘন ঘন ঘড়ির দিকে না তাকানোঃ

পরীক্ষার রুমে আপনি যদি ঘন ঘন ঘড়ির দিকে তাকাতে থাকেন তাহলে আপনার অনেক সময় অপচয় হয়ে যাবে। এটিও দ্রুত লেখার কৌশল এর মধ্যে একটি। তাই আপনি চেষ্টা করবেন প্রতিটি প্রশ্ন শেষ করার পর একবার ঘড়ির দিকে তাকাবেন। তাহলে আপনার অনেক সময় সেভিং হবে।

৮. দেহের অবস্থানঃ

চেয়ারে বসুন অথবা যেখানে বসে নাকি আন দেহের অবস্থানটি ঠিক রাখতে হবে। খেয়াল রাখতে হবে আপনার বডি এবং টেবিলের মধ্যে সামঞ্জস্য বজায় থাকে। নয়তো লিখতে গিয়ে সমস্যা হবে। আপনি দ্রুত লিখতে পারবেন না।

৯. টেবিল পরিচ্ছন্ন রাখাঃ

দ্রুত লেখার জন্য টেবিল পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরী। টেবিলে অতিরিক্ত জিনিস রাখা যাবে না। আপনার প্রয়োজনীয় জিনিস বাদে বাকি জিনিসগুলো সব সরিয়ে রাখতে হবে। যাতে লিখার সময় কোন জিনিস আপনাকে অন্যদিকে নিয়ে না যায়।

১০. একদম নতুন কলম ব্যবহার না করাঃ

দ্রুত লেখার জন্য আপনার কলমটির উপর বিশেষ খেয়াল রাখতে হবে। একদম নতুন কলম সাধারণত একটু খরখরে টাইপের হয়ে থাকে। তাই একদম নতুন কলম ব্যবহার না করে আগে ব্যবহার করা হয়েছে এমন কলম ব্যবহার করা উত্তম। এ ছাড়া এমন কোন কলম ব্যবহার করবেন না যে একটি পৃষ্ঠায় লেখা অপরের পৃষ্ঠায় খুব বেশি ফুটে উঠে এরকম ব্যবহার করা যাবে না।

11. বাসায় বেশি বেশি অনুশীলন করা:

দ্রুত লেখার জন্য অনুশীলনের কোন বিকল্প নেই। বাসায় বেশি বেশি লেখার চেষ্টা করবেন। প্রতিদিন নিয়ম মেনে অনুশীলন করবেন। আশা করছি আপনার লেখার গতি অবশ্যই বাড়বে।

উপরোক্ত, বিষয়গুলো ফলো করলে আপনি সহজেই আপনার হাতের লেখার গতি বাড়িয়ে নিতে পারবেন। মনে রাখবেন দ্রুত লেখার জন্য অনুশীলনের কোন বিকল্প নেই। তাই আপনাকে বাসায় বেশি বেশি দ্রুত লেখা প্র্যাকটিস করতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.