Header Ads

Header ADS

শহীদ জিয়া শিশু পার্ক রাজশাহী। Shahid zia shishu park Rajshahi

শহীদ জিয়া শিশু পার্ক রাজশাহী শহরের অন্যতম একটি বিনোদন কেন্দ্র। এটি রাজশাহী জেলার শাহমখদুম থানা, সপুরা ইউনিয়নের নওদাপাড়ায় অবস্থিত।  এটি  রাজশাহী  শহরের অন্যতম  একটি বিনোদন কেন্দ্র  হিসেবে বিবেচনা করা হয়।



পোস্ট সূচিপত্রঃ

  • অবস্থান
  • রাজশাহী শহরের বিভিন্ন জায়গা থেকে গাড়ি ভাড়া
  • শহীদ জিয়া শিশু পার্ক এর ইতিহাস
  • আয়তন ও অবকাঠামো
  • প্রবেশ মূল্য
  • বিশেষ আকর্ষণ

অবস্থান:

রাজশাহী সদর অর্থাৎ সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে 5.5 km  উত্তরে শহীদ জিয়া শিশু পার্কটি অবস্থিত।  রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তিন কিলোমিটার  দূরে এবং  রাজশাহী আম চত্বর থেকে 1.7 km  দক্ষিনে অবস্থিত।

রাজশাহী শহরের বিভিন্ন জায়গা থেকে গাড়ি ভাড়াঃ

রাজশাহী জিরো পয়েন্ট সাহেব বাজার থেকে  শহীদ জিয়া শিশু পার্ক অটোতে 15 টাকা ভাড়া।  রাজশাহী রেলগেট থেকে ও 15 টাকা ভাড়া।  রাজশাহী আম চত্বর থেকে 10 টাকা অটো ভাড়া। আপনাকে একটি কথা বলে রাখি, আপনি যদি অটো তে শহীদ জিয়া শিশু পার্কে আসতে চান তাহলে 15 টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আপনি যদি রিকশা নিয়ে আসতে চান তাহলে 50 থেকে 70 টাকা পর্যন্ত চার্জ করতে পারে। সে ক্ষেত্রে রিক্সাতে ওঠার সময় অবশ্যই ভাড়া মিটিয়ে উঠবেন নইতো আপনার থেকে কষিয়ে ভাড়া নিতে পারে।

শহীদ জিয়া শিশু পার্ক এর ইতিহাসঃ 

১৯৯৫ সালে শহীদ জিয়া শিশু পার্কটি নির্মাণের জন্য সিটি কর্পোরেশন উদ্যোগ গ্রহণ করে।  বিভিন্ন জটিলতার কারণে তা বাস্তবায়ন হয়নি। ২০০৫ সালের ৯ই ফেব্রুয়ারি পার্কটির ভিত্তি স্থাপন করা হয়।  2005 সালের 9 ফেব্রুয়ারি সাধারন জনগনের জন্য পার্কটি খুলে দেওয়া হয়।  ২০০৬ সালের ফেব্রুয়ারির ২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে পার্কটি উদ্বোধন করেন।

আয়তন ও অবকাঠামো: 

 প্রায় 11 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই শহীদ জিয়া শিশু পার্ক। এই পার্কটির আয়তন  ১২.২১ একর।   বিনোদনের জন্য এই পার্কটিতে স্থাপন করা হয়েছে ১৯ টি আইটেমের ৭০ টি গেমস প্লে।


আইটেম গুলো হল যথাক্রমে মিনি রেলকার, মনোরেল স্কাই বাইক,  মেরী গো রাউন্ড, প্যারাট্রুপার, টি কাপ ও ব্যাটারী কার, ফ্লুম রাইডস, অক্টোপাস, সুপার সুইং, বাম্পার কার, বাম্পার বোট ইত্যাদি।

প্রবেশ মূল্যঃ

শহীদ জিয়া শিশু পার্কের প্রবেশ গেট এর হাতের ডান দিকে তাকালে টিকিট কাউন্টার দেখতে পাওয়া যাবে।  এখানে টিকিটের জনপ্রতি প্রবেশ মূল্য 25 টাকা।

বিশেষ আকর্ষণঃ

সবুজ বৃক্ষের ঘেরা এই জিয়া শিশু পার্কটি বিশেষ আকর্ষণ হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড সহ হ্রদের মাঝখানে কৃত্রিম পাহাড় এবং এই পাহাড়ের মধ্য দিয়ে চলে গেছে মিনি রেলপথ।  বিচিত্র জন্তুর মুখ সহ দেওয়ালে রয়েছে বিভিন্ন ধরনের কারুকার্যখচিত নকশা। পার্কের ভিতরে রয়েছে খাবার জন্য ছোটখাটো দুটি ক্যাফে। এছাড়া এখানে বহিরাগতদের নিজেরাই নিজেদের খাবার রান্না করার ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে আপনাকে বাইরে থেকে জ্বালানি সরবরাহ করতে হবে।


পার্কের ভিতর বিভিন্ন জায়গায় পুরুষ ও মহিলাদের জন্য পৃথক টয়লেট, পৃথক দুটি ড্রেসিং রুমের ব্যবস্থা রয়েছে। বাচ্চাদের জন্য রয়েছে  আকর্ষণীয় কিডস জোন। পার্কের আশেপাশের সব দিকেই রয়েছে সবুজ বৃক্ষের নিচে বসার জায়গা। এছাড়া আপনি ছোট্ট হ্রদের পাশে বসে  রং-বেরঙের মাছ গুলোকে পপকন খাওয়ানোর মজা উপভোগ করতে পারেন।  এছাড়া এক একটি রাইডে বসে আপনি  সম্পূর্ণ পার্ক এর মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন।

হেল্পলাইন নাম্বার:  0721-770506

পরিশেষে বলা যায়, শহীদ জিয়া শিশু পার্ক রাজশাহী এর একটি অন্যতম বিনোদন কেন্দ্র। বিনোদনের জন্য প্রতিদিন প্রায় গড়ে এখানে এক থেকে দেড় হাজার  মানুষ ঘুরতে আসে।

২টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.