আমরা অসুস্থ হইলে কমবেশি সবারই ডাক্তার দেখানোর প্রয়োজন পড়ে কিন্তু ডাক্তার এর কাছে না গিয়ে যদি নিজের বাসায় বসে অনলাইনে ডাক্তার দেখানো যায় তাহলে কেমন হয়। এর আগে বলে নেই অনলাইনে ডাক্তার দেখানো অথবা টেলিমেডিসিন অ্যাপস কি? টেলিমেডিসিন অ্যাপস অথবা অনলাইনে ডাক্তার দেখানো মানে হলো ডাক্তারের কাছে না গিয়ে নিজের বাসায় বসে একটি অ্যান্ড্রয়েড ডিভাইস অথবা ল্যাপটপ, ডেক্সটপ এবং ইন্টারনেটের সাহায্যে ডাক্তার এর পরামর্শ নেওয়া।
তো চলুন আজ আমি আপনাদের অনলাইনে ডক্টর দেখানোর জন্য সেরা 5 টি অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিই- ডকটাইম
- সেবাঘর
- ডাক্তার দেখাও
- সিকমেড
- মায়া আপা
1. ডকটাইম
ডকটাইম একটি অনলাইনে ডাক্তার দেখানোর জন্য ইউজার ফ্রেন্ডলি এবং স্বল্পমূল্যে ডক্টরের পরামর্শ দিয়ে থাকে। ডকটাইম এর বেশ কয়েকটি জনপ্রিয় প্যাকেজ রয়েছে। আপনি যদি 99 টাকার একটি প্যাকেজ ব্যবহার করেন তাহলে একমাসে আপনি বেশ কয়েকবার ডাক্তার এর পরামর্শ গ্রহণ করতে পারবেন। এবং এরা খুব ভালো গ্রাহক সেবা প্রদান করে থাকে। আপনার কোন টেকনিকেল ইসু অথবা কোনো সাপোর্টের প্রয়োজন হলে সাপোর্টিং টিম খুব দ্রুত ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করে থাকে। বর্তমানে ডকটাইমে 460 হাজার রেজিস্টার ইউজার রয়েছে। এটির ব্যবহার খুবই সহজ এবং স্বল্প মূল্যে সেবা দিয়ে থাকে।
2. সেবাঘর
সেবাঘর বাংলাদেশের বহুল পরিচিত একটি অনলাইন ডক্টর দেখানোর প্ল্যাটফর্ম। এখানে অতি স্বল্প মূল্যে অনলাইনে ডাক্তারি সেবা পাওয়া যায়। কোন রকম ঝামেলা ছাড়াই আপনি সেবাঘর অ্যাপসটি আপনার মোবাইলে ইন্সটল করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। এখান থেকে আপনি দিন রাত 24 ঘন্টা যেকোন সময় ইমারজেন্সি সেবা নিতে পারবেন। তানজিল নামের এক যুবক এই সাইটটির প্রতিষ্ঠাতা।
সেবাঘর এর ওয়েবসাইটঃ https://sebaghar.com
হেল্পলাইন নাম্বার: +8801817584639
ইমেইলঃ sebaghar@gmail.com
3. ডাক্তার দেখাও
ডাক্তার দেখাও অ্যাপসটি আপনি খুব সহজ ভাবে ব্যবহার করতে পারবেন। প্রথমে গুগল প্লে স্টোর থেকে ডাক্তার দেখাও অ্যাপসটি ইন্সটল করুন এবং একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। এরপরে ডাক্তারের পরামর্শ নিন এবং আপনার প্রেসক্রিপশন বুঝে নিন। এছাড়াও এটি সময়মতো ঔষধ খাওয়ার রিমাইন্ডার নোটিফিকেশন প্রোভাইড করে থাকে। অন্যান্য অ্যাপস এর মত এটিও 24 ঘন্টা গ্রাহক সেবা দিয়ে থাকে। ডাক্তার দেখানোর জন্য দীর্ঘ ভ্রমণ বা ক্লিনিকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার ঝামেলা আর নেই। শহর অথবা গ্রাম, অফিস কিংবা বাসা যেকোনো জায়গা থেকে মুহূর্তেই ডাক্তারের সাথে সংযুক্ত হয়ে পরামর্শ নিন।
4. সিকমেড
সিকমেড টেলিমেডিসিন অ্যাপটি বাংলাদেশের অনলাইন টেলিমেডিসিন চিকিৎসাক্ষেত্রে নিয়ে এসেছে এই যুগান্তকারী পরিবর্তন। দেশে বসেই দেশের বাইরে ভারতীয় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পাওয়া যায় বিধায় বাংলাদেশে দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। মাত্র ১২০০ টাকাতেই আপনি বাংলাদেশে বসে পাচ্ছেন ভারতের প্রখ্যাত সব বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ। যেখানে বাংলাদেশ থেকে পাসপোর্ট ভিসা করে ভারতে যাইতে অনেক টাকা খরচ হয়ে যায়, সেখানে এই সুবিধাটি দেশে বসে পাওয়া যাচ্ছে। এছাড়াও যাতায়াত সহ অন্যান্য বিড়ম্বনা সইতে হচ্ছে না। অন্যান্য অ্যাপসের মতো এটিও ইউজার ফ্রেন্ডলি। প্রথমে একাউন্ট খুলুন এরপরেই আপনার পছন্দমত ডাক্তারের অ্যাপোয়েন্টমেন্ট নিন।
5. মায়া আপা
মায়া আপা হলো মায়ালজি লিমিটেড দ্বারা নিয়ন্ত্রিত একটি অনলাইন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান। মায়া প্লাটফর্ম বর্তমানে ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড অ্যাপে ব্যবহার করা যায় এবং এটা বাংলা এবং ইংরেজি দুটি ভাষা তে ব্যাবহার করা যায়। স্বাস্থ্যবিষয়ক তথ্যসহ এই অ্যাপে নারীদের বিভিন্ন সামাজিক ও আইনি পরামর্শ প্রদান করা হয়ে থাকে। শারীরিক, মানসিক, পার্সোনাল শারীরিক বিষয়, রূপচর্চা এবং লাইফস্টাইল বিষয়ক সমস্যায় পরিচয় গোপন রেখে ফ্রি তে প্রশ্ন করে ঘরে বসেই অনলাইনে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা যায়। পরিচয় গোপন রেখে পারসোনাল বিষয়ে প্রশ্ন করা যায় বিধায় এর রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। এই অ্যাপটি তৈরি করেছেন দুই সফটওয়্যার প্রকৌশলী আসিয়া খালেদা ও সুব্রামি মৌটুসী। অনলাইনে স্বাস্থ্য পরামর্শের জন্য এটির ফ্রী এবং পেইড ভার্সন পাওয়া যায়।
অনলাইনে ডক্তার দেখানোর জন্য সেরা একটি উপায় হলো টেলিমেডিসিন সার্ভিস গ্রহণ করা। অনলাইনে স্বাস্থ্য পরামর্শ নেওয়ার জন্য আপনাকে হাসপাতালে গিয়ে হয়রানি ও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে না। শুধুমাত্র আপনি আপনার এনড্রয়েড ফোন এবং ইন্টারনেট কানেকশন ব্যাবহার করে ডাক্তারের পরামর্শ নিতে পারেন আপনার বাসায় বসে। একদিকে বলা যায় টাকা সেটিং। অপরদিকে সময় অপচয় করতে হয় না। সবদিক বিবেচনা করে বলা যায়, স্বাস্থ্য খাতে অনলাইনে ডক্টর দেখানোর জন্য টেলিমেডিসিন অ্যাপসগুলো ব্যাপক ভূমিকা পালন করে থাকে।
কোন মন্তব্য নেই