এক্সপ্রেস ভিপিএন রিভিউ express vpn review bangla
হালকা বাজেটের মধ্যে এক্সপ্রেস ভিপিএন (Express vpn) খুব ভালো সার্ভিস দিয়ে থাকে। আধুনিক প্রযুক্তির সাথে যুক্তি করে, এক্সপ্রেস ভিপিএন হলো একটি পরিবর্তনশীল এবং বিশেষভাবে সুরক্ষিত ইন্টারনেট সংযোগের উপায়। এই প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারীরা তাদের ইন্টারনেট গোপনীয়তা বাড়িয়ে তুলতে এবং অনলাইন দৌড়ে উপকৃত হতে পারে।
এক্সপ্রেস ভিপিএন এর কাজ কি?
এক্সপ্রেস ভিপিএন এর প্রাথমিক কাজ হলো আন্তর্জাতিক সার্ভারের সাথে ব্যক্তিগত কানেকশন স্থাপন করা। যখন করে ব্যবহারকারী একটি সার্ভারে সংযোগ স্থাপন করতে চায়, তখন সে একটি ভার্চুয়াল টানে ব্যবহার করতে পারে। এটি একটি গোপনীয় টানে তথা একটি সিকিউর কমিউনিকেশন লাইনে সংযুক্ত হয়, যাতে একজন ব্যবহারকারী অনলাইনে সুরক্ষিত থাকতে পারে। এটি একটি ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করে যাতে করে ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ করা যায় এবং অন্যান্য ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রতিবন্ধক থাকে। তবে আমরা এই এক্সপ্রেস ভিপিএনটি অবশ্যই অসৎ কাজে ব্যবহার করবা না এডুকেশনাল কাজে ব্যবহার করব।
এক্সপ্রেস ভিপিএন ডাউনলোড পদ্ধতি:
এক্সপ্রেস ভিপিএন ডাউনলোড করার জন্য প্রথমত এই লিংকে চলে যাবেন এরপর, আপনারা একটু ডানে গিয়ে ডাউনলোড অপশনটি পাবেন সেখান থেকে আপনার ভিপিএনটি ডাউনলোড করে নিবেন, এক্ষেত্রে আপনি উইন্ডোজ ব্যবহারকারী হইলে উইন্ডোজের ভার্সনটি ডাউনলোড করবেন, আইফোন ব্যবহারকারী অথবা ম্যাকবুক হইলে আপনারা সেই ভার্সনটি ডাউনলোড করে নিবেন।
ইনস্টল এবং লগ ইন:
ডাউনলোড করার পরে আপনারা এক্সপ্রেস ভি পি এন টি ইন্সটল করে নিবেন। ইন্সটল করার পর আপনারা সাইন ইন অপশনটি দেখতে পাবেন। ওখানে আপনার ভিপিএন এর কোডটি বসাইতে হবে। এখন কথা হচ্ছে এই কোডটি আপনি কোথায় পাবেন? আপনার যদি ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে আপনি এই ভিপিএন টি সাত দিনের জন্য ফ্রিতে টায়েল নিতে পারবেন। আর আপনার যদি ক্রেডিট কার্ড না থাকে তাহলে আপনি বিভিন্ন সাইটে এক্সপ্রেস ভিপিএনটির পেইড ভার্সন বিক্রি করা হয়। বিভিন্ন ফেসবুক পেজে আপনি পোস্ট করলে এই ভিপিএনটি পেয়ে যাবেন। যদি ট্রায়াল ভার্সনের মূল্য সাধারণত 35 টাকা নিয়ে থাকে। টাকা পেয়ে করার পর তারা আপনাকে একটি কোড দিবে সেই কোডটি নিয়ে আপনি আপনার ভিপিএন এ বসিয়ে দিবেন তারপর সাইন ইন এ ক্লিক করবেন।
আপনার কাজ মোটামুটি শেষ আপনার ভিপিএনটি কানেক্ট হয়ে গেল।
এক্সপ্রেস ভিপিএন কানেক্ট করার পর কি করবেন?
ভিপিএনটি কানেক্ট হওয়ার পর আপনি চলে যাবেন একটি ব্রাউজারে। গিয়ে আপনার Ip Adress ঠিক আছে কিনা আপনি চেক করে নিবেন। এটি চেক করার জন্য আপনি এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। তারপর আপনি আপনার সেটিংস থেকে আপনার টাইম জোনটি মিলিয়ে নিবেন তাহলে আপনার আইপি 100% হয়ে যাবে।
এক্সপ্রেস ভিপিএন এর সবকিছু আরো ক্লিয়ার ভাবে বোঝার জন্য নিচের ভিডিওটি দেখতে পারেন-এখানে ডিটেলসে আলোচনা করা রয়েছে
সারাংশ:
এক্সপ্রেস ভিপিএন হলো সুরক্ষিত ইন্টারনেট সংযোগের একটি আধুনিক প্রযুক্তি, যা ব্যবহারকারীদের গোপনীয়তা এবং অনলাইন সুরক্ষা সংশোধন করে। এটি প্রয়োজনীয় ডিভাইসের উপর স্থাপন করা যায় এবং ব্যবহারকারীদের সুবিধা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সংযোজন করা হয়। এই প্রয়োজনীয় সুরক্ষার প্রোটোকল সার্ভার সাথে একটি গোপনীয় টানে তথা সিকিউর কমিউনিকেশন লাইনে সংযুক্ত হয়, যাতে ব্যবহারকারীদের তথ্য এনক্রিপ্ট করা যায় এবং অন্যান্য ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রতিবন্ধক থাকে। এক্সপ্রেস ভিপিএন এর সুরক্ষার উপায়ের জন্য এই প্রয়োজনীয় প্রযুক্তি তাদের ইন্টারনেট ব্রাউজিং এবং অনলাইন কাজের জন্য এক উচ্চ স্তরের গোপনীয়তা প্রদান করতে সাহায্য করে।

Vai ami apnake youtube a dekhlam. Apni ki usa gmb review dite parben. Contact me on WhatsApp -01782626673
উত্তরমুছুন