জয়পুরহাট সরকারি কলেজ
জয়পুরহাট সরকারি কলেজ উত্তরবঙ্গের রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার স্বনামধন্য ও সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে জয়পুরহাট সরকারি কলেজ এ প্রতি বছর অনেক শিক্ষার্থী পড়াশোনার জন্য আসে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত জয়পুরহাট সরকারি কলেজ।
এটি জাতীয় বিশ্ববিদ্যালয় এর অন্তর্ভুক্ত একটি কলেজ যার কলেজ কোড ২৮০১।
প্রতিষ্ঠাকালঃ
জয়পুরহাট রেলওয়ে স্টেশন এর উত্তর পাশে সর্বপ্রথম ১৯৬৩ সালে জয়পুরহাট সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে স্টেশনের পশ্চিম পাশে নতুন ভবন নির্মিত হলে ১৯৬৬ সালে কলেজটি স্থানান্তর করা হয়। জয়পুরহাট সরকারি কলেজ ১৯৮০ সালে জাতীয়করণ করা হয়।
বিভাগসমূহঃ
উচ্চমাধ্যমিক, অনার্স / স্নাতক, মাস্টার্স
জয়পুরহাট সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে তিনটি বিভাগ রয়েছে।
উচ্চমাধ্যমিকঃ
- বিজ্ঞান বিভাগ
- মানবিক বিভাগ
- বাণিজ্য বিভাগ
বিজ্ঞান বিভাগের বিষয়সমূহঃ
- পদার্থ বিজ্ঞান
- রসায়ন বিজ্ঞান
- উচ্চতর গণিত
- জীববিজ্ঞান
- কম্পিউটার শিক্ষা
মানবিক বিভাগের বিষয় সমূহঃ
- অর্থনীতি
- যুক্তিবিদ্যা
- পৌরনীতি
- কম্পিউটার শিক্ষা
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
বাণিজ্য বিভাগের বিষয় সমূহঃ
- হিসাববিজ্ঞান
- ব্যবসায় নীতি ও প্রয়োগ
- অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল
- অর্থায়ন উৎপাদন ও বিপণন
- কম্পিউটার শিক্ষা
অনার্স/স্নাতক পর্যায়ঃ
জয়পুরহাট সরকারি কলেজে স্নাতক পর্যায়ে কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ, এবং বাণিজ্য অনুষদ এই তিনটি অনুষদ মিলিয়ে সর্বমোট ১৩ টি বিভাগ রয়েছে।
কলা অনুষদঃ
জয়পুরহাট সরকারি কলেজ কলা অনুষদ এ সাবজেক্ট রয়েছে-বাংলা, ইংরেজি, অর্থনীতি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।
বিজ্ঞান অনুষদঃ
জয়পুরহাট সরকারি কলেজ বিজ্ঞান অনুষদে সাবজেক্ট রয়েছে - প্রাণিবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, গণিত।
ব্যবসায় শিক্ষা অনুষদঃ
জয়পুরহাট সরকারি কলেজ এ ব্যবসায় শিক্ষা অনুষদের সাবজেক্ট রয়েছে- হিসাববিজ্ঞান বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ
মাস্টার্স পর্যায়ঃ
জয়পুরহাট সরকারি কলেজে মাস্টার্স পর্যায়ে যেসব বিষয় রয়েছে
- বাংলা
- ইংরেজি
- দর্শন
- অর্থনীতি
- গণিত
- ব্যবস্থাপনা
একাডেমিক ভবনঃ
জয়পুরহাট সরকারি কলেজে মোট ৪ টি ভবন রয়েছে
- অধ্যক্ষ কার্যালয়
- প্রশাসনিক ভবন
- একাডেমিক ভবন
- বিজ্ঞান ভবন
এছাড়াও রয়েছে বিশাল আকারের পাঠ্যপুস্তক লাইব্রেরী।
সুবিধাসমূহঃ
জয়পুরহাট সরকারি কলেজ ছাত্র এবং ছাত্রীদের জন্য রয়েছে হল রুমের ব্যাবস্থা। ছেলেদের জন্য একটি হল মেয়েদের জন্য দুটি হল রয়েছে। জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রী নিবাস ও শেখ হাসিনা ছাত্রী নিবাস। অপরদিকে ছেলেদের হল হলো যুবিলী হল।
আরো পড়ুন: শহীদ জিয়া শিশু পার্ক রাজশাহী
এছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রয়েছে চারটি কলেজ বাস। হবে বাসে উঠার সময় অবশ্যই আপনার সাথে কলেজ কার্ড থাকতে হবে।
জয়পুরহাট সরকারি কলেজ এর অফিশিয়াল ওয়েবসাইটঃ https://www.jgcbd.edu.bd/
জয়পুরহাট সরকারি কলেজ সংগঠনঃ
জয়পুরহাট সরকারি কলেজে রয়েছে দুটি সংগঠন
- রক্ত দান সংস্থা বাঁধন
- পাশে আছি আমরা
রাজনৈতিক সংগঠনঃ
- বাংলাদেশ ছাত্রলীগ
- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
- ছাত্র সংগ্রাম পরিষদ
- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট
নীতিবাক্যঃ
জয়পুরহাট সরকারি কলেজের নীতিবাক্য "জ্ঞানই শক্তি''
শিক্ষার্থী সংখ্যা ও প্রশাসনিক ব্যক্তিবর্গঃ
জয়পুরহাট সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক স্নাতক সহ মোট 12 হাজার শিক্ষার্থী রয়েছে। এবং.৫০০ প্লাস প্রশাসনিক ব্যক্তিবর্গ রয়েছেন।
প্রাকৃতিক সৌন্দর্যঃ
৮.৭৭ একর আয়তনের জয়পুরহাট সরকারি কলেজ ক্যাম্পাসটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সবুজ ঘাসে আবৃত সুবিশাল খেলার মাঠ। খেলার মাঠের চারদিকে প্রাকৃতিক সবুজের সমারোহ। ফুলের বাগান, ফলের গাছ সহ নানা রকম গাছে ঘেরা এই সবুজ শ্যামল ক্যাম্পাসটি। শিক্ষক-কর্মচারী ছাত্রদের জন্য রয়েছে একটি মসজিদ। সুবিশাল খেলার মাঠের পাশে রয়েছে ছোট্ট একটি সুন্দর পুকুর। সুবিধার জন্য রয়েছে 2 টি কলেজ গেট।

কোন মন্তব্য নেই